
কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে দুই কিশোরকে উদ্ধার ও এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।
উদ্ধার হওয়া কিশোররা হলেন— কক্সবাজার লালদিঘির পাড় এলাকার আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) ও জসিমের ছেলে মো. সোহেল (১৬)। আটক মানব পাচারকারী হলেন উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে মো. রাসেদ (১৮)। এছাড়া টেকনাফ সদরের বরইতুলী এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে নুর হাসান (৩০) নামের অপর এক পাচারকারী সুকৌশলে পালিয়ে যায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, সম্প্রতি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে ওঠে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়ায়। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছে— এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য এবং আটক মানব পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।