বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

সড়কের চাপ কমাতে নদীপথে গুরুত্ব: পানগাঁও আইসিটি একক ব্যবস্থাপনায় নিল চট্টগ্রাম বন্দর

জাহাঙ্গীর আলম
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫

রাজধানীর বিআইডব্লিউটিএ’র সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হলো নৌপরিবহন খাতের দুটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। একটি চুক্তির মাধ্যমে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) এককভাবে পরিচালনার দায়িত্ব নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে, দেশের বাণিজ্য জগতে দীর্ঘদিনের দাবি পূরণে “পশ্চাদ সুবিধাসহ হেভি লিফ্ট কার্গো জেটি নির্মাণ প্রকল্প” বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পানগাঁও আইসিটি লিজ চুক্তি

সমঝোতা স্মারক অনুযায়ী, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ও তৎসংলগ্ন ৪৮.২৪ একর জায়গা বিআইডব্লিউটিএ থেকে লিজ নিয়ে আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এককভাবে পরিচালনা করবে। প্রথম ধাপে ১০ বছরের লাইসেন্স থাকলেও চুক্তির মেয়াদ কার্যকর থাকবে সর্বমোট ৩০ বছর।

বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে সড়কপথের ওপর চাপ হ্রাস পাবে এবং নদীপথে নিরাপদ, সাশ্রয়ী ও ব্যবসাবান্ধব পরিবহন আরও জনপ্রিয় হবে। পাশাপাশি পানগাঁও আইসিটিতে ফ্রি কটন জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে।

হেভি লিফ্ট কার্গো জেটি নির্মাণে নৌবাহিনী

এদিন একই স্থানে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘অর্পিত ক্রয়কার্য’ হিসেবে নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হবে হেভি লিফ্ট কার্গো জেটি প্রকল্প।

লালদিয়া-২ এলাকায় নির্মিতব্য এই জেটির দৈর্ঘ্য হবে ২৪০ মিটার। এটি প্রতি বর্গমিটারে ৫ টন ভার বহন করতে সক্ষম, যেখানে বর্তমানে ব্যবহৃত এনসিটি বার্থ নং-৫ এর বহনক্ষমতা মাত্র ৩ টন। প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মহলের দাবি পূরণ হবে এবং ভারী শিল্প কার্গো হ্যান্ডলিংয়ে দেশের প্রধান সমুদ্র বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়বে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নৌপমের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নৌবাহিনীর পক্ষে রিয়ার এডমিরাল (অব.) আনোয়ার হোসেন এবং চবকের পক্ষে সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নৌপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি চুক্তি দেশের বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পানগাঁও আইসিটির দীর্ঘমেয়াদি লিজ একদিকে যেমন নদীপথের ব্যবহার বাড়াবে, অন্যদিকে হেভি লিফ্ট কার্গো জেটি নির্মাণ আন্তর্জাতিক মানে ভারী শিল্প কার্গো হ্যান্ডলিং সক্ষমতা নিশ্চিত করবে।

এটি বাংলাদেশের নৌপরিবহন অবকাঠামো উন্নয়নে এক ঐতিহাসিক মাইলফলক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর