
চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় এক হাজারেরও বেশি ফলজ, বনজ ও ফুলের চারা বিতরণ করা হয়। একই সাথে উপজেলার ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে এই উদ্যোগে সম্পৃক্ত করা হলে আগামী দিনে একটি সবুজ-সুন্দর লোহাগাড়া গড়ে উঠবে।
লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তাদের এই কর্মসূচি আগামীতেও চলমান থাকবে এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ করা হবে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে লোহাগাড়া প্রেস ক্লাবের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।