মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

কর্ণফুলীতে টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

ককর্ণফুলী প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬

আসন্ন টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডারদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। রিসোর্স পারসন হিসেবে আলোচনায় অংশ নেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন ধর।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিদ্যালয় পর্যায়ে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ সময় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিভাবকদের নির্ধারিত সময়ে সন্তানদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, “টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচিকে সর্বাধিক সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বক্তারা আরও বলেন, সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়নে পরিবার, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর