
প্রতি বছরের ন্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে আজ দুবাইতে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদ ও দুবাই ভেজিটেবল এন্ড ফ্রুট মার্কেট ওমানি সবজি সেলসম্যানদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মূল আলোচনা করেন দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের সম্মানিত খতিব, দুবাইয়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত, চট্টগ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামি স্কলার, ফিকাহবিদ, লেখক ও গবেষক ড. হাফেজ মাওলানা আব্দুস সালাম আল-আজহারী মঃজিঃআঃ।
তিনি তাঁর আলোচনায় প্রিয়নবী হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন এবং মুসলমানদের দৈনন্দিন জীবনে সুন্নাহ অনুসরণের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।
অনুষ্ঠানে হাটহাজারী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঈদে মিলাদুন নবী (সা.) আমাদের জীবনে হেদায়াতের আলোকবর্তিকা। প্রিয়নবীর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণই দুনিয়া ও আখেরাতের সফলতার একমাত্র পথ।
প্রবাসে ইসলামের আলো ছড়িয়ে দিতে এবং ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজকরা।