
চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা লংগদুর পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সব গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রেস ক্লাবের এস এম সুলতান আহমেদ হল রুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার। প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। উদ্বোধনী আলোচনায় অংশ নেন মেজর (অব.) ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমদাদুল্লাহ সোহায়েল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, নগর জামায়াত নেতা মো. মনছুরুল হাসান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ আবদুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিজাম তালুকদার, যুবনেতা আরশাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পাকুয়াখালী ট্র্যাজেডিতে ৩৫ কাঠুরিয়া হত্যার পরও দীর্ঘ ৩০ বছরে কোনো সরকার পার্বত্য অঞ্চলের বাঙালি হত্যার বিচার করেনি কিংবা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়নি। তারা দাবি জানান—৩৫ হাজার বাঙালি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং নিহত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
বক্তারা সতর্ক করে বলেন, “এবারও যদি বিচার না হয়, তবে রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”