মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

শপথ নিল চট্টগ্রাম জেলা ট্রাক-মালিক গ্রুপের নতুন কার্যকরী পরিষদ

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০

চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের প্রশাসক মো. শরীফ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ হোসেন এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার। শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।

নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৫-২৭ মেয়াদ)

সভাপতি: মো. সৈয়দ হোসেন

সিনিয়র সহ-সভাপতি: রাজিব মোহাম্মদ মোস্তফা

সহ-সভাপতি: মো. সোলাইমান, মো. হানিফ, মো. শাহজাহান

সাধারণ সম্পাদক: মোহাম্মদ আব্দুল মাবুদ তালুকদার

যুগ্ম সম্পাদক: মো. শওকত ওসমান

সহ-সাধারণ সম্পাদক: মো. আমিন উল্লাহ

কোষাধ্যক্ষ: মো. মহিউদ্দিন তালুকদার

সাংগঠনিক সম্পাদক: মো. সাইদুল আলম

দপ্তর সম্পাদক: মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

প্রচার সম্পাদক: সিরাজ দৌল্লাহ

সমাজ কল্যাণ সম্পাদক: মো. মনসুর আলম

কার্যকরী সদস্য: জুলফিকার আলী চৌধুরী, আমিরুল ইসলাম, মো. আশরাফুল হক, মো. নাসিরুল আলম

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পূর্ববর্তী সময়ে গঠিত সকল নিয়মবহির্ভূত ও অবৈধ উপকমিটি বাতিল করতে হবে। নবনির্বাচিত কমিটির অনুমতি ছাড়া টিও লাইসেন্স ১৭/২০১৭ নম্বরটি ব্যবহার না করারও অনুরোধ জানানো হয়, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

শপথ গ্রহণ শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নবনির্বাচিত কার্যকরী পরিষদের সফলতা কামনা করেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর