বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

সাতকানিয়ায় ভূমি অফিসে দালালি করতে গিয়ে হাতেনাতে আটক ৬৩ বছরের বৃদ্ধ

মিজানুর রহমান রুবেল, চট্টগ্রাম সাতকানিয়া
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভূমি কার্যালয়ে মামলার বাদীর ভাই পরিচয়ে শুনানিতে অংশগ্রহণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক দালাল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

জানা যায়, ভূমি বিরোধ মামলার শুনানিকালে উপস্থিতদের মধ্যে এক ব্যক্তি নিজেকে বাদীর ভাই পরিচয় দেন। কিন্তু নথিপত্র যাচাই করে দেখা যায়, তিনি মামলার পক্ষভুক্ত নন। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি মূলত ভূমি অফিসে নিয়মিত ঘোরাফেরা করা দালাল, যিনি বাদীর আত্মীয় পরিচয়ে প্রভাব খাটাতে চেয়েছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দালালবৃত্তির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আদায়ের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্বাস আলীর পুত্র মো. সেকান্দার মিয়া (৬৩)।

এ বিষয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “ভূমি অফিসে দালালদের অবাধ বিচরণ দীর্ঘদিনের সমস্যা। তারা মামলার পক্ষগণকে ভুল পরামর্শ দিয়ে বিভ্রান্ত করে এবং কখনো কখনো ঘুষ-দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত থাকে। আমাদের লক্ষ্য এ ধরনের দালাল চক্রকে নির্মূল করা।”

তিনি আরও জানান, ভবিষ্যতে ভুয়া পরিচয়ে শুনানিতে অংশগ্রহণ কিংবা দালালদের দৌরাত্ম্য রোধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর