বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেবে গাজী কে.ডি ফাউন্ডেশন

রনি কান্তি দেব
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১

চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে যাচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন।

আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে “এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫” শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী সিরাজউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া দেশের বরেণ্য শিক্ষাবিদরা অনুষ্ঠানে যোগ দেবেন।

আজ শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজী কে.ডি ফাউন্ডেশনের সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজউল্লাহ বলেন, “এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। এই আয়োজন শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজী হেলাল উদ্দীন, সাঈদ উদ্দীন সাব্বির, কাজী মোজাম্মেল হক, আশরাফ ইফতি, এটিএম ফাউজুল কবির, তামজিদ উদ্দীন, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত, মো. সাঈদ হামিদসহ প্রমুখ।

সংগঠনটির প্রত্যাশা, শিক্ষার্থীদের এই স্বীকৃতি সমাজে আলোর বার্তা ছড়িয়ে দেবে এবং তরুণ প্রজন্মকে সাফল্যের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর