
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহিলাদের জন্য ১০০টি সরাসরি ভোটের সংসদীয় আসনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, মহিলারা কারও দয়ায় নয়, সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমানে ১৮ কোটি মানুষের জন্য ৩০০টি সংসদীয় আসন রয়েছে। তাই মহিলাদের জন্য ১০০টি আসন নির্ধারণ করলে সংসদে সমন্বয় ও ভারসাম্য বজায় থাকবে। তিনি দেশের উন্নয়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “মহিলারা কারো দয়ায় নয়, তারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে নির্বাচিত হবে। গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের ভাবতে হবে মহিলারা কী চায়, আমাদের ঘরে আমাদের মায়েরা কী চায়। রাজনীতির মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ।”
তিনি রাজনৈতিক শৃঙ্খলা ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে বলেন, দলে গঠনতান্ত্রিক রাজনীতি করতে হবে এবং যারা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতাকর্মীদের বিপরীতে এসেছে, তাদের কোনোভাবে সুযোগ দেওয়া হবে না।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে মহিলাদলকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে মহিলাদল দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনির, পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ফাতেমা কাজল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু। এছাড়া মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য নেত্রীরা বক্তব্য রাখেন।