বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে ব্যবসা করতে পারবেন না হকাররা: চসিক মেয়র

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টার আগে কোনো হকার বা সদৃশ দোকানি ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

মেয়র বলেন, “আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসেন। অবৈধ হকারদের কারণে ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত সময় ও শৃঙ্খলা বজায় রাখাই মূল উদ্দেশ্য। খাবারের দোকানগুলো সন্ধ্যা শুরুর আগে বিকেল ৫টা থেকে বসতে পারবে, যাতে অফিস ফেরত মানুষ খাবার খেয়ে যেতে পারে। তবে অন্য কোনো দোকান সন্ধ্যা ৬টার আগে বসতে পারবে না। নিয়ম ভঙ্গ করলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কোনোভাবেই এখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা যাবে না। চাইলে চাকাযুক্ত গাড়ি নিয়ে ব্যবসা করা যাবে, তবে রাস্তা বা ফুটপাত দখল করে অবৈধ ঘর নির্মাণ করা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বসে ব্যবসার জায়গাগুলো সুশৃঙ্খলভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।”

মেয়র জানান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ট্রাফিক বিভাগ নিয়মিত তদারকি করবেন। এ অভিযান সাময়িক নয়, চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, অভিষেক দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ), বিএনপি নেতা শেখ ইয়াসিন নওশাদ, সেলিম খান, আবদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর