
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চাপাছড়িতে অনুষ্ঠিত হলো জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কে.এইচ ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-আগস্ট স্মৃতি উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় ক্রীড়ামোদীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী। ফাইনাল খেলার উদ্বোধন করেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক প্রার্থী গিয়াস উদ্দিন হিরু।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন— নুরুল হুদা বাবর, শহিদুল ইসলাম শহিদ, আব্দুল শুকুর, আবুল হাশেম, জসিম উদ্দিন, নাছির মেম্বার, মো. নাজিম উদ্দিন, বোরহান উদ্দিন সুমন, মোজাম্মেল হক কোকা প্রমুখ।
ফাইনাল খেলায় চাপাছড়ি ইয়াং একাদশ ১–০ গোলে ক্যাম্পপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিরা।