মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

মানবাধিকার রক্ষায় যৌথ উদ্যোগ প্রয়োজন: মতবিনিময় সভায় বক্তারা

এরশাদ আলম, লোহাগাড়া
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিআরডিভি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবসার চৌধুরী, কমিশনের সেক্রেটারি মাওলানা এমডি জুনায়েদ চৌধুরী, লোহাগাড়া থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ রবিউল আলম খান ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী।

মাস্টার মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় এবং মাওলানা মুছা তোরাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাওশাদ আলী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, এডভোকেট জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি সদস্য মোহাম্মদ আজিজ, ব্যবসায়ী নুরুল হক, মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া রিপোর্টার ইউনিটির সভাপতি হোসাইন মেহেদী, কমিশনের সহ-সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, সংগঠক আব্দুল মন্নান, আরিয়ান হাসান ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্বাস উদ্দীন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মানবাধিকার রক্ষা শুধু কোনো একটি সংস্থার কাজ নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। উপজেলা প্রশাসন সর্বদা জনগণের কল্যাণে কাজ করছে। মানবাধিকার কমিশনের মতো সংগঠনগুলো মাঠপর্যায়ে সক্রিয় থাকলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।”

প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “মানবাধিকার রক্ষা মানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। সমাজে ন্যায়, সমতা ও বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, লোহাগাড়া থেকে মানবাধিকার রক্ষার যে উদ্যোগ নেয়া হয়েছে তা দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

সভায় বক্তারা মানবাধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং লোহাগাড়ায় মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর