
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এ অভিযান চালিয়ে তাদের আটক করে।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোটকে সন্দেহ হলে সেটিকে ধাওয়া করা হয়। পরে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটি থামিয়ে ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
বোটটি তল্লাশি করে উদ্ধার করা হয়—
আলু : ১৫ হাজার কেজি
রসুন : ৭৫০ কেজি
ময়দা : ২,৫০০ কেজি
মসুর ডাল : ২,৫০০ কেজি
কোমল পানীয় (টাইগার/স্পিড) : ১৪,৪০০ পিস
গ্যাস লাইটার : ৬০০ পিস
শেভিং ব্লেড : ৮০০ পিস
মোবাইল ফোন : ৩টি
বাইনোকুলার : ১টি
কম্পাস : ১টি
কারেন্ট জাল : ৪০০ ফুট
আটককৃত পাচারকারী, বোট ও মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমায় সন্ত্রাস, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় তাদের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।