
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম পূর্বাঞ্চল আইন দপ্তরে কর্মরত উচ্চমান সহকারী (প্রধান সহকারী অঃদাঃ) আসমা আক্তার-এর বিরুদ্ধে অসদাচরণ, দায়িত্বে অনিয়ম ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে অন্যত্র বদলির জন্য প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) বরাবর সুপারিশ পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ২২ অক্টোবর দপ্তরাদেশের মাধ্যমে আসমা আক্তারকে এসডব্লিউ (পূর্ব) অফিস থেকে আইন শাখায় বদলি ও পদায়ণ করা হয়। পরে ৩১ অক্টোবর তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান সহকারী করা হয়। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত দেরিতে অফিসে আসা ও দায়িত্বে অনিয়মের কারণে একাধিকবার মৌখিকভাবে সতর্ক হয়েও তা আমলে নেননি।
আইন শাখার কর্মকর্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে আসমা আক্তার নানা অজুহাতে ছুটি নেন এবং দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন। সর্বশেষ ২০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে অফিসে দেরিতে উপস্থিত হওয়ায় চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মহোদয়ের নির্দেশে তাঁকে অনুপস্থিত (Absent) হিসেবে চিহ্নিত করা হয়। এ সময় এ বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্রাব্য ও অশালীন ভাষা ব্যবহার করেন।
এক কর্মকর্তা জানান, “একজন অধস্তন কর্মচারীর এমন উদ্ধত ও অসদাচরণ অফিস ডেকোরেমের পরিপন্থি। এ পরিস্থিতিতে একই দপ্তরে তাঁর সাথে চাকরি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, আসমা আক্তারের আচরণ ও কর্মদক্ষতা নিয়ে দপ্তরে গুরুতর অসন্তোষ সৃষ্টি হয়েছে। আইন শাখার মর্যাদা ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে তাঁকে অন্যত্র বদলি করে জনাবা জিনিয়া নাসরিন-কে পুনরায় পদায়ণ এবং জরুরি ভিত্তিতে একজন উচ্চমান সহকারী/স্টেনো টাইপিস্ট নিয়োগের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে