মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানকে ধাক্কা দিতে যাচ্ছিল স্পিরিট ফ্লাইট, কন্ট্রোলারের বুদ্ধিমত্তায় রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা টুডে
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪

নিউইয়র্কের ব্যস্ত আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি এড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। খবর— দ্য ইকোনমিক টাইমস।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে বোস্টনগামী স্পিরিট এয়ারলাইন্সের এয়ারবাস A321 (ফ্লাইট ১৩০০) প্রায় একই উচ্চতায় রাষ্ট্রপতির বোয়িং ৭৪৭-এর কাছে চলে আসে। পরিস্থিতি অনুধাবন করে নিউইয়র্কের এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) একাধিকবার স্পিরিট পাইলটদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেন।

প্রথমদিকে কন্ট্রোলারের নির্দেশে সাড়া না দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেডিও যোগাযোগে বারবার শোনা যায়—
“স্পিরিট-১৩০০ মনোযোগ দিন, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন।”
তবে নির্দেশ মানা না হওয়ায় কন্ট্রোলার উচ্চস্বরে আবারও আদেশ দেন এবং শেষবারের মতো চিৎকার করে বলেন,
“স্পিরিট উইংস-১৩০০, ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন। দ্রুত।”

অবশেষে স্পিরিট এয়ারলাইন্সের পাইলটরা গতিপথ পরিবর্তন করলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। তখন কন্ট্রোলার সতর্ক করে বলেন, “স্পিরিট-১৩০০, আপনার বাম উইং থেকে ৬-৮ মাইল দূরে একটি বোয়িং-৭৪৭ রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি কার বিমান এবং এতে কে আছেন।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে ব্লুস্কাই অ্যাপে ‘@JonNYC’ অ্যাকাউন্ট থেকে বিষয়টি শেয়ার করা হয়, পরে এক্স-এ অডিও প্রকাশ করে ‘@thenewarea51’। যদিও ব্লুমবার্গ নিউজ মূল এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ডিং থেকে অডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

এটিসি-র শেষ সতর্কবার্তায় শোনা যায়,
“মনোযোগ দিন! আইপ্যাড বন্ধ করুন!”

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দিন রাতে যুক্তরাজ্যে পৌঁছান। সফরকালে তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে বৈঠক করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর