মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে সকল দলের সহযোগিতার আশ্বাস সাতকানিয়ায় প্রস্তুতি সভায়

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০

চট্টগ্রামের সাতকানিয়ায় শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন সঞ্চালনায় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন—

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ সেনাবাহিনী সাতকানিয়া জোনের ক্যাপ্টেন পারভেজ, কেরানীহাট ট্রাফিক ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মাহবুবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর,পল্লী বিদ্যুতের ডিজিএম মুস্তাফিজুর রহমান চৌধুরী,সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বাবর, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন,সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন,সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া,রাজনৈতিক দল ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহ সর্বাত্মক সহযোগিতা করবে। কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর গুজব ও উসকানি ছড়ানো প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে ১৭টি ইউনিয়নের জন্য আলাদা কমিটি গঠন করা হবে।

এবার সাতকানিয়া উপজেলায় মোট ১৯০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সময়সূচি হলো—

২৭ সেপ্টেম্বর: মহাপঞ্চমী সায়ংকালে দেবীর বোধন

২৮ সেপ্টেম্বর: মহাষষ্ঠী, দেবীর আমন্ত্রণ ও অধিবাস

২৯ সেপ্টেম্বর: মহাসপ্তমী, দুর্গার আগমন

৩০ সেপ্টেম্বর: মহাঅষ্টমী, সন্ধি পূজা সমাপন

১ অক্টোবর: মহানবমী, বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পারণ

২ অক্টোবর: বিজয়া দশমী

সভায় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রাজীব কুমার ধর, সদস্য সচিব রাজীব নন্দীসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর