বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র, ঐক্যবদ্ধ থাকার আহ্বান: চুনতীর মাহফিলে ধর্ম উপদেষ্টা

এরশাদ আলম, লোহাগাড়া
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০

ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসেন বলেছেন, “বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে কোনো ভেদাভেদ নয়— সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত রেখে সৌহার্দপূর্ণ মনোভাব বজায় রাখতে হবে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহাসিক চুনতীতে আয়োজিত ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক ৫৫তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৬তম দিবসে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ড. খালেদ হোসেন আরও বলেন, “চুনতি থেকে আলোকিত ও গুণী মানুষ তৈরি হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও চুনতির কৃতি সন্তানেরা নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িও চুনতিতে। রসূল (সা.) এর আদর্শকে অনুসরণ ও অনুকরণ করলে আমাদের চলার পথ সুগম হবে। তাই চুনতির সীরতকে আগলে রাখতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদী। যৌথ সঞ্চালনা করেন মাওলানা হাফিজুল হক নিজামী ও মাওলানা ফারুক হোছাইন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং এছেন, চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব নাসির উদ্দিন, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, জাহেদুর রহমান, কাজি আরিফুল ইসলাম, সাইফুদ্দিন মোঃ তারেক, মাহবুবুল হক, মোঃ নাঈমসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর