বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

লোহাগাড়ায় ১০ বছর বয়সী তানীম ১ বছরে কুরআনে হাফেজ, সংবর্ধিত

এরশাদ আলম, লোহাগাড়া চট্টগ্রাম
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১

চট্টগ্রামের লোহাগাড়ায় মাত্র ১০ বছর বয়সে কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে মোহাম্মদ তানীম নামের এক শিশু। মাত্র এক বছরের মধ্যে পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করে সে এ কৃতিত্ব অর্জন করে। এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানিয়ে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়।

তানীম উপজেলার চরম্বা ইউনিয়নের বানোয়ারপাড়া এলাকার মোঃ আয়ুব আলীর পুত্র। গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমুয়া এলাকায় অবস্থিত হযরত খাদিজাতুল কুবরা (রঃ) হেফজখানা ও এতিমখানার উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাকে পুরস্কারসহ সম্মাননা প্রদান করেন শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম.এ কাশেম। প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবদুস ছোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাটা মাদরাসার শিক্ষক ক্বারী আবু রায়হান ও মাওলানা হাফেজ মিজান, এবং স্থানীয় আল-কুরআন ইনস্টিটিউটের সভাপতি হাফেজ মাওলানা শহিদুল মোস্তফা।

সাংবাদিক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাকিব হাসান, রুবাইত হোসেন, হাফেজ মুবিনুল হক, শিল্পী নাছির মাহমুদ, শহিদুল হক, নাজিম উদ্দিন, মাওলানা নুরুল আজিম, হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন ও হাফেজ মুহাম্মদ আমির হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, “অল্প বয়সে কুরআনের হাফেজ হওয়া একটি অনন্য কৃতিত্ব। তানীম দেশের ও সমাজের জন্য আদর্শ হতে পারে।” তারা শিশু তানীমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন এবং সকল অভিভাবককে সন্তানদের ইসলামী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর