মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

সম্প্রীতি বজায় রেখে চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা পালিত হবে

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮

চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

তিনি আরও জানান, চন্দনাইশ উপজেলায় এবার ১৩৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ভক্ত-দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া প্রতিটি মণ্ডপের সভাপতির মাধ্যমে ভোগ্যপণ্য বিতরণ করা হবে।

সভায় বক্তব্য রাখেন—
সহকারী কমিশনার (ভূমি) ঝুন্টু বিকাশ চাকমা, সেনাবাহিনী কমান্ডার আরিফ আসমার জয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, থানার ওসি গোলাম সারোয়ার, আনসার ভিডিপি কর্মকর্তা মো. জাকের হোসেন, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. কামরুল হাসান

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, জামায়াত নেতা জমির আদনান, আহসান সাদেক পারভেজ, কাজী কুতুব উদ্দীন, এনসিপি নেতা সাইফুল ইসলাম রাব্বি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অরূপ রতন চক্রবর্তী, রূপক কান্তি ঘোষ, সৈকত দাশ ইমন, ঝন্টু বিকাশ দে, পলাশ কুমার দত্ত, অলক দে, রুবেল দে, বাবু দাশ বাবলু প্রমুখ।

গণমাধ্যমের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবিদুর রহমান বাবুল, আজিমুশ শানুল হক দস্তগীর, খালেদ রায়হান ও জাবের বিন রহমান আরজু।

সভায় বক্তারা বলেন, পূজা মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করে ধর্মীয় অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর