বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

সাতকানিয়ায় খাগরিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি–সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা

সাতকানিয়া প্রতিনিধি
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ২ নম্বর খাগরিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান মেম্বারের ওপর অনাস্থা জানিয়েছে সংগঠনের উপদেষ্টা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির অধিকাংশ নেতা-কর্মী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানাতুল্লাহ মাস্টার। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম। সঞ্চালনা করেন ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন—
ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান, বচন মেম্বার, গুরা মিয়া সওদাগর, আব্দুল মেম্বারসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। এছাড়া আমিন মেম্বার, সোলায়মান, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, মো. ইদ্রিস মিয়া, রাকিব কামাল, নুরুল কবির, শাহজাহান, জয়নাব বেগম, রাশেদা আক্তারসহ ইউনিয়ন এলডিপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গঠনের পর থেকে কোনো কার্যকর কর্মকাণ্ড পরিচালনা করছেন না। ওয়ার্ড কমিটি কিংবা ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন। ফলে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

তারা দাবি করেন, দ্রুত বর্তমান কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।

সভায় জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন—

উপদেষ্টা মণ্ডলীর ১৫ জনের মধ্যে ১১ জন,

ইউনিয়ন কমিটির ১০১ জনের মধ্যে ৭৫ জন,

ওয়ার্ড কমিটির ২৭ জনের মধ্যে ২৫ জন সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর