মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

বৈষম্য, নিপীড়ন, গণহত্যা ও ধ্বংসের বিরুদ্ধে নাগরিক সমাবেশ

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২

“বৈষম্য, নিপীড়ন, গণহত্যা, ধ্বংস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সমবেত হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে নগরীর প্রবর্তক মোড়ে এনআরডিএস এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এ কর্মসূচি আন্তর্জাতিক উদ্যোগ “Global Week of Action (September 15–21)” উপলক্ষে আয়োজিত হয়। এতে অংশ নিয়ে বক্তারা বৈষম্যমূলক কার্যক্রম বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের চর্চা, মানবাধিকার রক্ষা এবং জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে হলে বৈষম্য ও দমননীতি বন্ধ করা জরুরি। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, জনগণের অধিকার সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কর্মসূচিতে প্রধান দাবিগুলো হলো:

বৈষম্য ও দমননীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সাধারণ মানুষের অধিকার রক্ষায় নীতি প্রণয়ন।

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় জরুরি ভিত্তিতে অর্থায়ন নিশ্চিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. নাজের হোসাইন। সঞ্চালনা করেন এনআরডিএস এর বিভাগীয় সমন্বয়কারী আবুল হাশেম।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, এডাব চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী মো. ফোরকান, দৃষ্টির প্রধান নির্বাহী হেলাল উদ্দীন মাহবুব, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, মমতার রুহুল মুহিত চৌধুরী, নারী নেত্রী সায়েরা বেগম ও মৌসুমী আকতার, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রাসেল উদ্দীন প্রমুখ।

কর্মসূচিতে এডাব, আইএসডিই বাংলাদেশ, সিআরসিডি, বিএনপিএস, মমতা, দৃষ্টি, সবুজের যাত্রা, এসডিএস, ক্যাব চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি এবং সামাজিক কর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এমন নাগরিক আন্দোলন সমাজে সচেতনতা বাড়াবে এবং বৈষম্যহীন, ন্যায়সঙ্গত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে প্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর