মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই আবাসন জরুরি: রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০

বাংলাদেশে টেকসই আবাসন গড়ে তোলার ক্ষেত্রে প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো গোলটেবিল আলোচনা। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসের কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টেকসই আবাসন: প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠানে শতাধিক প্রকৌশলী, স্থপতি ও ডেভেলপার অংশ নেন। এতে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়ান প্যাসিফিকের প্রফেসর এমেরিটাস এবং ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। পরিচালনা করেন রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. আবু সুফিয়ান।

সভাপতির বক্তব্যে হাজী দেলোয়ার হোসেন বলেন, “আমরা রিহ্যাব সদস্যবৃন্দ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুপরিকল্পিত টেকসই আবাসন রেখে যেতে চাই। সেই লক্ষ্যেই আজকের এই গোলটেবিল আলোচনা।”

প্রধান অতিথি অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই আবাসন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রকৌশলী ও স্থপতিদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি আশিক ইমরান, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন পিইঞ্জ, ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, স্থপতি মাহাদী ইফতেখার এবং ইঞ্জিনিয়ার নকিব উল আহসান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নূর উদ্দীন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান প্রমুখ। রিহ্যাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইফতেরখার হোসেন, মোহাম্মদ জাফরসহ বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ।

আলোচনায় বক্তারা টেকসই নগরায়ণ, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, সাশ্রয়ী আবাসন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত শহর গড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর