
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন তাঁর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এই খবর ছড়িয়ে পড়তেই মহেশখালীবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার হিড়িক পড়ে।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বসে। সভায় পুলিশ সদস্যরা তাঁদের দাবি, সমস্যা ও কল্যাণ প্রস্তাবনা উপস্থাপন করেন। একইসাথে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
দুপুরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের অপরাধ চিত্র বিশ্লেষণ করে পুলিশ সুপার সকল থানার ওসিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও প্রদান করেন তিনি।
পরে দুপুর ১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের পদোন্নতিজনিত বদলিকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
পুরস্কারপ্রাপ্ত মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন,
“এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি মহেশখালীর সাধারণ মানুষ ও থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখব। জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।”