
চট্টগ্রামের লোহাগাড়ায় আর্থিক সংকটে পড়া ৯ জন মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি করালেন যুবদল নেতা মুসলিম উদ্দিন।
সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেও আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি আবেদন করতে পারেনি উপজেলার হতদরিদ্র পরিবারের এই শিক্ষার্থীরা। বিষয়টি জানতে পেরে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিন নিজ উদ্যোগে তাদের কলেজে ভর্তি করান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এর ফলে পড়াশোনার স্বপ্নভঙ্গের শঙ্কা কাটিয়ে আবারও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেল শিক্ষার্থীরা।
যুবদল নেতা মুসলিম উদ্দিন বার্তা টুডেকে বলেন, “দীর্ঘ ১০ বছর পড়াশোনা শেষে এসএসসি পাস করা শিক্ষার্থীদের অনেক স্বপ্ন থাকে উচ্চশিক্ষা নিয়ে। কিন্তু ভর্তি খরচের চাপ দরিদ্র পরিবারগুলো বহন করতে পারে না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি তাদের ছোট ভাই মনে করে পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যেতে চাই।”
তার এ মহৎ উদ্যোগে খুশি হয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা। তারা বলেন, মুসলিম উদ্দিনের মতো সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে কোনো শিক্ষার্থী অর্থাভাবে ঝরে পড়বে না।