
বাংলা নাটকে নতুন মাত্রা যোগ করতে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘দাগ’। ঢাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে সম্প্রতি। গত সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার রমনা পার্ক, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং চট্টগ্রামের সিআরবিতে দৃশ্যধারণের মধ্য দিয়ে কাজ সম্পন্ন হয়।
বীজন নাট্যগোষ্ঠীর সহযোগিতায়, বিএস৩৬০ প্রোডাকশন হাউজ নিবেদিত ও এসএ ফিল্মের প্রযোজনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শাহীন বাদশা।
‘দাগ’ একটি রোমান্টিক টেলিফিল্ম, যেখানে সমসাময়িক সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি ও ভালোবাসার স্থায়িত্বের লড়াই ফুটে উঠেছে। কাহিনিতে দেখা যাবে—প্রিয় মানুষকে হারালেও কিভাবে তার ভালোবাসাকে অন্তরে লালন করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকা যায়, সেই আবেগময় যাত্রা।
এতে অভিনয় করেছেন শাহীন, মেহেদী হাসান, মোশারফ ভূঁইয়া পলাশ ও পুজা প্রমুখ। মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন বীনা দাশ গুপ্তা এবং ক্যামেরায় ছিলেন আরিয়ান খান অপু ও দুলাল বাবু।
প্রযোজকরা জানিয়েছেন, দর্শকের কাছে বাস্তবধর্মী গল্প ও হৃদয়স্পর্শী উপস্থাপনার কারণে টেলিফিল্মটি আলাদা মাত্রা যোগ করবে।