মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় গতিশীলতা আনতে ঢেমশা তদন্ত কেন্দ্রকে মোটরসাইকেল প্রদান

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯

সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিককে দায়িত্বাধীন এলাকার আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে একটি মোটরসাইকেল প্রদান করেছে পুলিশ প্রশাসন।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার তার হাতে মোটরসাইকেলটি হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক সভায় দায়িত্ব পালনের সুবিধার্থে একটি মোটরসাইকেল প্রদানের আবেদন করেন। পুলিশ সুপার তার আবেদন বিবেচনা করে সঙ্গে সঙ্গেই একটি নতুন মোটরসাইকেল প্রদান করেন।

মোটরসাইকেল পাওয়ার পর সন্তোষ প্রকাশ করে ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “এই মোটরসাইকেল আমার দায়িত্ব পালনে আরও গতিশীলতা, কার্যকারিতা ও দ্রুততা আনবে।”

এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন, “পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হলে তাদের কার্যক্ষমতা ও মনোবল বৃদ্ধি পায়, যা আইনশৃঙ্খলা রক্ষায় আরও সহায়ক হয়।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর