মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

চন্দনাইশে জামায়াতের ৫ দফা গণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণ দাবির পক্ষে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দোহাজারী সদর এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ মিছিল বের করা হয়।

মিছিলটি দোহাজারী বাজার প্রদক্ষিণ শেষে হাজারী টাওয়ার চত্বরে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ শাখার আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতকানিয়া আমির মাস্টার সিরাজুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মো. ইসহাক, দক্ষিণ জেলা নেতা মাওলানা কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, আবদুল জলিল, মাওলানা আইয়ুব আলী, কাজী আহসান সাদেক পারভেজ, মো. ইলিয়াছসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা গণ দাবি বাস্তবায়ন করতে হবে। তারা দাবি পূরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর