রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সাতকানিয়ায় এলডিপির কর্মী সম্মেলনে অলি আহমদের তীর্যক সমালোচনা

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে অনুষ্ঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র কর্মী সম্মেলনে দলের প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, “শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রথম গজব, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হলো দ্বিতীয় গজব। ড. ইউনূস দেশ চালাচ্ছেন নাকি ছেলে খেলা খেলছেন—তা বুঝাই কঠিন।”

তিনি অভিযোগ করে বলেন, দেশের কোথায় আন্দোলন হচ্ছে, মানুষ কিভাবে কষ্টে আছে—এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোনো খোঁজ রাখছেন না।

ড. অলি নিজেকে দেশের সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ দাবি করে বলেন, “বাংলাদেশে আমার সমকক্ষ আর কেউ নেই। পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন থাকা অবস্থায় আমিই সর্বপ্রথম বাংলাদেশের পক্ষে বিদ্রোহ করি। আমিই জিয়াউর রহমানকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিতে সহায়তা করি। ক্যাপ্টেন থাকা অবস্থায় আমিই খেতাব পাই।”

তিনি বলেন, “বাংলাদেশে আজ ঘরে ঘরে রাজা, সবাই নেতা। কেউ কারও কথা মানে না। বিগত ১৬ বছরে হাসিনার দুঃশাসনে নীতি-নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে। তাকে আমি বহুবার সতর্ক করেছিলাম—বলেছিলাম একদিন কাপড় খুলে পালাতে হবে। তিনি আমার কথা শোনেননি, শেষ পর্যন্ত পালাতে হয়েছে।”

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় কেরানীহাট হক টাওয়ার চত্বরে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া এলডিপির সভাপতি হোসেন উদ্দীন আহমদ ভুট্টো এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিকদার।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের প্রেসিডেন্টের পুত্র ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. ইয়াকুব আলী। সম্মেলন উদ্বোধন করেন দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া শিমুল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব এজিএম শাহজাহান, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর