
চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় ইয়াছিন আরাফাত (১৩) নামে এক হেফজখানার ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাড়ার একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে ভাসমান লাশটি দেখতে পান তারা। পরে খবর পেয়ে ছুটে আসেন নিহতের মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত ইয়াছিন আরাফাত দক্ষিণ চরপাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। সে পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “খাল থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”