
চট্টগ্রামের সাতকানিয়ায় গৃহবধূ শাহিন আক্তারের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শাহিন আক্তারকে হত্যা করা হলেও ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বক্তারা জোরালোভাবে বলেন— “আমাদের ভোন শাহিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কোন প্রকার সিম্প্রীতি নয়, আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি দিতে হবে।”
মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, এ ধরনের নারীনির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা বারবার ঘটলেও অনেক সময় সঠিক তদন্তের অভাবে দোষীরা পার পেয়ে যায়। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম, ইউপি সদস্য নজরুল ইসলাম, জামায়াত নেতা খোরশেদুল আলম, বিএনপি নেতা আব্দুস সবুর, মোজাফফর নুরুল আমিন, জিয়াবুল সওদাগর, শাহাদত হোসেন ও মনজুর আলম প্রমুখ। এসময় স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।
আয়োজকরা জানান, যদি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয় তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।