
মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের (মিজাফ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। “মিজাফ শারোৎ শোমানোনা ১৪৩২”শীর্ষক এই আয়োজনে স্বাস্থ্যসেবা ও মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয় এশিয়ান হেলথকেয়ার গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান স্পেশালাইজড হসপিটালের প্রতিষ্ঠাতা লায়ন সালাউদ্দীন আলীকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি সাজেদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, দেশের বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবায় আধুনিক উদ্যোগ গ্রহণ এবং মানবিক কর্মকাণ্ডে নিবেদিত থাকার কারণে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। তারা মনে করেন, এশিয়ান হেলথকেয়ার গ্রুপের চেয়ারম্যান লায়ন সালাউদ্দীন আলীর সম্মাননা প্রাপ্তি বাংলাদেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পী ও সংগঠকদের পরিবেশনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
এ আয়োজনে সহযোগিতায় ছিল সিঙ্গার, সমকাল, জি টেল এবং এটিএন বাংলা।