মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শাহ্ মজিদিয়া রহমানিয়া টার্মিনাল প্রতিষ্ঠা জাতীয় অর্থনীতিতে রাখবে ইতিবাচক ভূমিকা: বক্তারা

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬

চট্টগ্রামে শাহ্ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল লিমিটেড-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (সোমবার) সকালে পতেঙ্গার এয়ারপোর্ট রোড সংলগ্ন ১৫ নং ঘাট এলাকায় প্রস্তাবিত টার্মিনাল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুমানা আক্তার। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনায়েতুল হক, পরিচালক মোঃ আবু সায়েম, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী মুরাদ হোসেন এবং হেড অব একাউন্টস নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অর্ধশতাধিক এলাকাবাসী, যাদের মধ্যে ছিলেন মোঃ কালাম, মোজাহের আলম, আরিফ, রাব্বি, মোঃ ওসমান গনি, নূর মোহাম্মদ, মোঃ কাইসার, রুবেল, ছোটন মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ মোবারক হোসেন, মোঃ মনিরুজ্জামান, নাজমুল হুদা মিঠু, মোঃ সোহাগ, আফসার, মোঃ বিল্লাল, রাতুল মিয়া, হোসাইন, নাঈম ও প্রকৌশলী জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, পতেঙ্গায় এ ধরনের একটি আধুনিক কন্টেইনার টার্মিনাল প্রতিষ্ঠা স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এতে এলাকার বহু বেকার যুবকের চাকরির সুযোগ তৈরি হবে।

তারা আরও উল্লেখ করেন, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে, কন্টেইনার হ্যান্ডেলিং-এ গতি আসবে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে। এর ফলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর