
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির সদস্য ও হিন্দু ধর্মাবলম্বী মানুষের হাতে শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী তুলে দেন।
গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর চন্দনাইশ উপজেলার ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এসব উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম. মোজাম্মেল হক, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিরু, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা বাবর, বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, নুরুল কবির, শহিদুল ইসলাম, ফোরকান তুলিন, আবদুল মান্নান রানা প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী বলেন—
“দেশনায়ক তারেক রহমান দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের এ মহোৎসবে তাদের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতে শুভেচ্ছা পাঠিয়েছেন এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।”