
চট্টগ্রামের ভাটিয়ারী ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদের বিরুদ্ধে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশ তাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন আহমেদ দীর্ঘদিন ধরে ফেসবুকে একাধিক ভুয়া আইডি ও পেইজ পরিচালনা করে আসছিলেন। তার মধ্যে অন্যতম একটি ফেক পেইজের নাম “নিউজ সীতাকুণ্ড”। এই আইডি থেকে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ), কাজী মোহাম্মদ সালাউদ্দিন, মো. মুরসালিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো। এছাড়া কিছু ব্যবসায়ীকে হুমকি দিয়ে মেসেঞ্জারের মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে পোস্ট ডিলিট করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
খুলশী থানা পুলিশ জানায়, শাহিন ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাতেন এবং একাধিকবার অর্থ দাবি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগও দাখিল করেছেন।
স্থানীয়দের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর থেকে শাহিন ও তার অনুসারীরা ভুয়া ফেসবুক পেইজ ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে টার্গেট করে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব কার্যকলাপের মাধ্যমে তারা শুধু প্রতিপক্ষকে হয়রানি করছে না, বরং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে।
ভুক্তভোগীরা দ্রুত এ ধরনের ভুয়া আইডি ও পেইজের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।