বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

রাউজানে এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা আবদুল হাকিমের মৃত্যু

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৩

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে দলে তার আনুষ্ঠানিক কোনো পদ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ তার গাড়ির ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে।

বিএনপির স্থানীয় একাধিক নেতা আবদুল হাকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর