
ঐতিহ্যবাহী চন্দনাইশের দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড) টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে লিজ দেয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে এই মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দোহাজারী ব্যবসায়ী সমিতি ও দোহাজারী প্রেসক্লাবের প্রতিনিধি সহ সাধারণ এলাকাবাসী।
সমাবেশে বক্তারা বলেন, “রাশিয়ার ফিল্ড” বিগত সময়ে স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে—প্রতিদিন সকালবেলা বাজার, খেলাধুলা, বিনোদন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, এমনকি জানাজার নামাজ পর্যন্ত এই মাঠে অনুষ্ঠিত হয়। এমন একটি ঐতিহ্যবাহী উন্মুক্ত মাঠকে হঠাৎ করে টেন্ডারের আওতায় এনে ব্যবসায়িক কাজে লিজ দেয়ার উদ্যোগ এলাকাবাসীর সঙ্গে তামাশার শামিল।
তারা বলেন, বাংলাদেশ রেলওয়ে যদি অবিলম্বে এই টেন্ডার প্রক্রিয়া বাতিল না করে, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক এস. এম. নাসির উদ্দীন বাবলু এবং সঞ্চালনা করেন জাবের বিন রহমান আরজু।
সমাবেশে বক্তব্য রাখেন এলডিপি নেতা লেয়াকত আলী, মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মো. শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা ও আনোয়ার হোসেন প্রমুখ।