বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক সাবের আহমদ আসগারীর প্রথম জানাজা চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্পন্ন

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৭

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ জানাজা সম্পন্ন হয়।

প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজায় তাঁর সহযোদ্ধা সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সাংবাদিকদের “দ্বিতীয় আবাসস্থল” হিসেবে খ্যাত প্রেস ক্লাবেই সহকর্মীরা তাঁকে শেষ বিদায় জানান।

জানাজা পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।

এর আগে প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অঞ্জন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, মাখন লাল সরকার, সিরাজুল করিম মানিক, মাহবুব উর রহমানসহ অসংখ্য সাংবাদিক, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী।

জানাজা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর