মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

ভেজাল মিষ্টি কারখানার বিরুদ্ধে রিপোর্ট করায় সাংবাদিকদের নিয়ে অপপ্রচার: লোহাগাড়া প্রেসক্লাবের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩০

সামাজিক যোগাযোগ মাধ্যমে লোহাগাড়া প্রেসক্লাব ও এর কয়েকজন সদস্যকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। তিনি এক বিবৃতিতে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক।

সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ বারবার অভিযোগ করে আসছিলেন আমিরাবাদ স্কুল রোডে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন ভেজাল মিষ্টি কারখানা পরিচালিত হচ্ছে। গত ৭ অক্টোবর আমি ও কয়েকজন সহকর্মী সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাই এবং প্রশাসনকে অবহিত করি। পরবর্তীতে প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও ভেজাল মিষ্টি ধ্বংস করে দেয়।”

তিনি অভিযোগ করেন, “এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ভেজাল মিষ্টি ব্যবসায়ীরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার শুরু করেছেন। এমনকি কিছু অসাধু ব্যক্তিকে অর্থ দিয়ে আমাদের ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এটি আমাদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা।”

এম সাইফুল্লাহ চৌধুরী আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

তিনি সকলকে অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার না করতে। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার আদর্শে লোহাগাড়া প্রেসক্লাবের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি বলেন, “আমরা সর্বদা ন্যায়, সত্য ও নিরপেক্ষতার নীতিতে অবিচল। কিছু ব্যক্তি বা গোষ্ঠী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে সমাজে সাংবাদিকতার মর্যাদা প্রশ্নবিদ্ধ করতে চাইছে। আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর