
সামাজিক যোগাযোগ মাধ্যমে লোহাগাড়া প্রেসক্লাব ও এর কয়েকজন সদস্যকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। তিনি এক বিবৃতিতে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক।
সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ বারবার অভিযোগ করে আসছিলেন আমিরাবাদ স্কুল রোডে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন ভেজাল মিষ্টি কারখানা পরিচালিত হচ্ছে। গত ৭ অক্টোবর আমি ও কয়েকজন সহকর্মী সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাই এবং প্রশাসনকে অবহিত করি। পরবর্তীতে প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও ভেজাল মিষ্টি ধ্বংস করে দেয়।”
তিনি অভিযোগ করেন, “এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ভেজাল মিষ্টি ব্যবসায়ীরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার শুরু করেছেন। এমনকি কিছু অসাধু ব্যক্তিকে অর্থ দিয়ে আমাদের ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এটি আমাদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা।”
এম সাইফুল্লাহ চৌধুরী আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
তিনি সকলকে অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার না করতে। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার আদর্শে লোহাগাড়া প্রেসক্লাবের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি বলেন, “আমরা সর্বদা ন্যায়, সত্য ও নিরপেক্ষতার নীতিতে অবিচল। কিছু ব্যক্তি বা গোষ্ঠী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে সমাজে সাংবাদিকতার মর্যাদা প্রশ্নবিদ্ধ করতে চাইছে। আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।”