বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৯

চট্টগ্রামের আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (৭৩) আর নেই।

তিনি গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার যোহর নামাজের পর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।

কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই খ্যাতনামা নৌ কর্মকর্তা।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান নিজাম। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি তিনি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অসামান্য অবদান রাখেন।

বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে তিনি ছিলেন দেশের প্রথম ভাইস অ্যাডমিরাল ও নৌবাহিনীর ১১তম প্রধান। তাঁর অবদানে নৌবাহিনী একটি আধুনিক ও সুসংগঠিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও গভীর শোক প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর