
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার সাবেক উপজেলা নেতা আবদুল হাকিম চৌধুরীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ শনিবার দুপুরে রাউজানে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ কর্মসূচি নোয়াপাড়া পথের হাট মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক ধরে নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। ইউসুফ তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের স্থানীয় ও জেলা নেতাকর্মীরা।
বক্তারা নিহতকে এক যোগ্য দলীয় কর্মী হিসেবে স্মরণ করে বলেন, সন্ত্রাসীরা যাতে নির্বিচারে হত্যাকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে দ্রুত কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা রাউজানে র্যাব ক্যাম্প স্থাপনের দাবি জানান এবং আগামী সাত দিনের মধ্যে খুনীদের গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে।
পৌরসভা বিএনপি ও উত্তর জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা বিএনপির সদস্য হাফেজ এম. এ. হাসেমসহ অনেকে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা কড়া শ্লোগানসহ পথ মিছিল করে।
সমাবেশে বক্তারা মন্তব্য করেন—“এ ধরনের নৃশংস ঘটনা কতটা ন্যায়সংগত, তা সরকারের নজরে আনা হবে” এবং বলেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে সহিংসতার সংস্কৃতি রুখে দিতে প্রশাসনকে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
রাউজান শহরে আজকের প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়; তবে অংশগ্রহণকারী নেতারা উল্লেখ করেন, তাদের দাবিগুলি বাস্তবায়ন না হলে কঠোর পদক্ষেপ নেয়ার পথ উন্মুক্ত থাকবে।