বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও মালামাল ধ্বংস

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৬

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে “ক্লাসিকাল সুইটস” নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১০ মণ মিষ্টি, দই, রসমালাই ও নিমকি ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, থানার এসআই মাঈনুদ্দিন, এএসআই আবদুল আলী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী বিধান বাবু, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্য বাজারজাত করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়েছে।’

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর