মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

ভোটগ্রহণ প্রক্রিয়া ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় চট্টগ্রামে সিইসি নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন দিনের সফরে চট্টগ্রামে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে পৌঁছান।

সফরের অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিইসি নাসির উদ্দিন। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তা ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

দিনব্যাপী কর্মশালা শেষে সিইসি চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করবেন।

আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিভাগের আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিইসি নির্বাচনকালীন আইন–শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিস সিইসির এ সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর