বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এস এস এই) মোঃ মোজাম্মেল হক গত ৭ অক্টোবর সিলেটের মোগলাবাজার স্টেশনে ৭২৩ নং উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সময় উদ্ধার কাজে সম্পূর্ণভাবে সহায়তা প্রদান করেন। দুর্ভাগ্যবশত, সেই উদ্ধারকাজ শেষে রেললাইন ফিট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘাতক দুর্ঘটনায় নিহত। মোঃ মোজাম্মেল হকের মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
১১ অক্টোবর (শনিবার) নিহত রেলের কর্মকর্তার জন্মভূমি জামালপুরের সরিষাবাড়ীতে তার পরিবারের প্রতি শোক-সন্তপ্ত সান্তনা ও সমবেদনা জানাতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সমস্ত প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. শুবক্তগীন।
এ সময় রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) মোঃ তানভিরুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিহত কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি রেলওয়ে সম্প্রদায়ের সদস্য হিসেবে তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রেলওয়ে কর্মকর্তারা বলেন, “মোঃ মোজাম্মেল হক ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তার মৃত্যু রেলওয়ের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সদা সতর্ক, দায়িত্বপরায়ণ ও সহমর্মী ছিলেন।”
রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে নিশ্চিত করেছেন যে, নিহত কর্মকর্তা ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।