মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

পটিয়ায় মরহুম মোঃ ইসমাইলের ১ম মৃত্যুবার্ষিকীতে ঈদে মিলাদুন্নবী মাহফিল সম্পন্ন

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৮

পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কাদেরের পিতা মরহুম মোঃ ইসমাইল প্রকাশ বাঁচা মিস্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল গুয়াদন্ডী এলাকায় মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত এ মাহফিল দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মাহফিলে প্রধান অতিথি ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমির ভান্ডার দরবারের সাজ্জাদানশীন পীরের তরিকত শাহসূফি সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী।
প্রধান বক্তা ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগরীর হালিশহর আল মদীনা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল-মামুন কাদেরী এবং বোয়ালখালীর খিতাপচর বরকতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইদ্রিছ মিয়া আল কাদেরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদগঞ্জ আড়তদার শুটকি ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস আলম। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান শাহসূফি সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী বলেন, “মহান আল্লাহ পাক বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর আগমনের উসিলায় সমগ্র সৃষ্টিজগৎ সৃষ্টি করেছেন। আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে তাঁর আদেশ-নিষেধ মেনে চলতে হবে।”

প্রধান বক্তা আল্লামা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ) বলেন, “আল্লাহ তায়ালা স্বীয় ইবাদতের পাশাপাশি পিতা-মাতার সেবাকে গুরুত্ব দিয়েছেন। যেমন আল্লাহর কোনো শরীক নেই, তেমনি জন্মদাতা পিতা-মাতারও কোনো শরীক নেই। তাই আল্লাহর ইবাদত যেমন ফরজ, তেমনি পিতা-মাতার সেবাও সন্তানের ওপর অপরিহার্য।”

মাহফিল শেষে মরহুম মোঃ ইসমাইলের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর