মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

মানবিক উদ্যোগ: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও সাইফুল ইসলাম

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে তিনি চুনতি ইউনিয়নের সাতগড় মাস্টার পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।

দুর্গত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ইউএনও সাইফুল ইসলাম বলেন, “দুর্গত মানুষের পাশে সবসময়ই উপজেলা প্রশাসন রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।

সহানুভূতি জানাতে গিয়ে ইউএনও ঘটনাস্থলে ঘরবাড়ি পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য এন্তেজার হোসাইন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. নুরুচ্ছফা, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনে তিনটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর