
চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে ৩০০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ও আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে। সরকার ও সাধারণ মুসল্লিদের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “প্রথম পর্যায়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ কোটি টাকা দেওয়া হবে। পরবর্তীতে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সহযোগিতায় পূর্ণাঙ্গ নির্মাণকাজ সম্পন্ন করা হবে। চট্টগ্রামের মানুষের মন বড়— আমি বিশ্বাস করি, সবার সহায়তায় এই আইকনিক মসজিদ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকেই এই মসজিদে নামাজ পড়ি। তাই এর সঙ্গে আমার আবেগী সম্পর্ক রয়েছে। আমরা যদি প্রকল্পটি ওআইসি ভুক্ত মুসলিম দেশ ও সংস্থাগুলোর কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তবে তাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাবে।”
মসজিদের ডিজাইন সম্পর্কে উপদেষ্টা জানান, নতুন স্থাপনায় একসঙ্গে ১৪ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এতে প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের স্থান, আধুনিক মার্কেট, অডিটোরিয়াম, খাদেম ও মুয়াজ্জিনদের আবাসনসহ নানা সুবিধা থাকবে।
তিনি আরও বলেন, “এই মসজিদটি বিশ্ব ঐতিহ্য হিসেবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তালিকায় রয়েছে। তবে অপরিকল্পিত স্থাপনার কারণে মসজিদটির আসল রূপ আমরা বাইরে থেকে দেখতে পাই না। বিদ্যমান কাঠামো সংরক্ষণ করেই নতুনভাবে নির্মাণ করা হবে— যাতে মুসল্লিরা ইমামকে দেখে নামাজ আদায় করতে পারেন। কোনো অবস্থাতেই এই ঐতিহাসিক মসজিদ ভাঙা যাবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। স্বাগত বক্তব্য রাখেন মসজিদ মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, এবং মসজিদ মুসল্লি কমিটির সভাপতি আলহাজ সালাউদ্দিন কাশেম খান।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।