মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

নাজিমুর রহমানের আরোগ্য কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৯

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাদ আছর নগরীর কদম মোবারক জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ সাবেক যুবদল সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, “নাজিমুর রহমান একজন বর্ষীয়ান ও ত্যাগী রাজনৈতিক নেতা। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও অবদান অনন্য। তাঁর নেতৃত্বে চট্টগ্রামের রাজনীতিতে নতুন গতি এসেছে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দীন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এম এ হান্নান, মো. খোরশেদুল আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন দিপ্তী, মো. জাফর আহম্মদ, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, মো. আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।

নেতৃবৃন্দ বলেন, “নাজিমুর রহমান একজন সংগ্রামী ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শ্রমিক আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।”

শেষে তাঁর দ্রুত আরোগ্য ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর