বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

পটিয়ায় ভেল্লাপাড়ার মোড়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৩

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া মোড়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় মরহুম হাজী নুরুল হক ট্রাস্টের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মরহুম হাজী নুরুল হক ট্রাস্টের ট্রাস্টি জনাব নাজমুল হক , ট্রাস্টি মেম্বার আকিবুল হক, প্রধান সমন্বয়ক ইয়াছিন ফিরু, সিনিয়র সদস্য ফারুক হাসান, এরশাদ, নাজিম, মাসুদ, তানভির, শাফি,রাফি, মারুফ, তোষার, ইমু,এস.এ. নূর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নূর মোহাম্মদ, ছাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট আহমেদ কবির, দক্ষিণ জিরি রূপালি সংঘের সভাপতি তৌহিদুল ইসলাম এবং ভেল্লাপাড়া তালিমুল কুরআন একাডেমির পরিচালক আরিফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, ভেল্লাপাড়া এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে চলছে। এসব দুর্ঘটনা রোধে দ্রুত স্পিড ব্রেকার (গতিরোধক) স্থাপন, জেব্রা ক্রসিং, সতর্কতামূলক সাইনবোর্ড ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অল্প কিছুদিন আগেই এই মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় কৈয়াগ্রামের দুইজন নারী প্রাণ হারিয়েছেন। ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় অতিরিক্ত গতি, অদক্ষ চালক ও ওভারটেকের কারণে পূর্বেও বহু মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। আমরা চাই না, আর কোনো পরিবার তাদের প্রিয়জন হারাক। ভেল্লাপাড়া একটি ব্যস্ত সড়ক — প্রতিদিন হাজারো পথচারী ও শিক্ষার্থী এই পথে চলাচল করে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর