বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে চন্দনাইশে ক্যাম্পেইন শুরু

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৪

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপন দেবনাথ, ডা. শিব্বির আহমদ প্রিন্স, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায়সহ শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল আজিজ, দিলীপ কান্তি দেব, অপনীতা চৌধুরী, হীরো রায় চৌধুরী, জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, এমটি (ইপিআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সাবেক স্বাস্থ্য পরিদর্শক পুপুল চৌধুরী, কাঞ্চন ভট্টাচার্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম চৌধুরী, স্বাস্থ্য সহকারী কাজী মো. রিদোয়ান, পরিবার পরিকল্পনা সহকারী আকলিমা সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মঈনুদ্দিন মিজান, মুমেন শাহরিয়ার, সাইমন, রিমন, সানি প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৯৫টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৫২৬ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৪২টি কেন্দ্রে ২১ হাজার ৮৩০ জন শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হবে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ “টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)” দেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কর্মদিবস কমিউনিটি পর্যায়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কর্মসূচি চলবে।

এই ক্যাম্পেইনের আওতায় মোট ৭৭ হাজার ৩৫৬ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর